Jadavpur University
How to Apply Online

The link for online sumission of applications is available at the end of this file. But before applying please read this help file carefully.
[অনলাইনে আবেদন করার লিঙ্কটি এই ফাইলের শেষে দেওয়া আছে। কিন্তু আবেদন করার আগে এই হেল্প ফাইলটি যত্ন সহকারে পড়ে নিন।]
Step 1:
You need to enter your personal and educational information here. All boxes marked with the red asterisk (*) are mandatory. If you are not sure about the meaning of any box, place the cursor over that box, and a Tool Tip box will appear. If you remove the cursor, the box will disappear. You should start by entering your first name, surname etc. and then go on to complete the other boxes.
[আপনার ব্যাক্তিগত এবং শিক্ষাগত তথ্যগুলি নিচে নথিভুক্ত করুন। লাল অ্যাস্টেরিস্কযুক্ত (*) সমস্ত ক্ষেত্রগুলি পূরণ করা বাধ্যতামূলক।আপনি যদি ক্ষেত্রগুলির সঠিক মানে বুঝতে না পারেন তবে মাউসটিকে তার ওপর নিয়ে গেলে হেল্প টুল দেখতে পাবেন। মাউসটি সরিয়ে নিলে পূর্বের অবস্থা ফিরে পাবেন।আপনার নাম, পদবি ইত্যাদি দিয়ে শুরু করে নিচের শূন্যস্থানগুলি পূরণ করুন। ]
To enter your date of birth you have to use this calendar. The date you click on will be selected in dd/mm/yyyy format. If you need to change the default year or month then click on the year or month combo box. Also select applicant type (means FRESHER/ DEPUTED). Enter your academic results from Madhyamik or equivalent.
[জন্মের তারিখ বসানোর জন্য আপনি ক্যালেন্ডারের সাহায্য নিন। আপনি যদি কোন তারিখের উপর ক্লিক করেন তবে তারিখটি দিন/মাস/বৎসর হিসাবে লেখা হবে। আপনার সঠিক জন্মমাস ও বছরটিতে ক্লিক করুন। আপনার আবেদনের ধরন (FRESHER/ DEPUTED) নির্দেশ করুন। মাধ্যমিক (বা সমতুল্য) পরীক্ষা থেকে শুরু করে সমস্ত শিক্ষাগত তথ্য এন্ট্রি করুন।]
Select "Yes", if you are already a student of Jadavpur University or are continuing any other course or are employed.
Now check whether you have entered all data correctly. If you want to proceed now click on the Save button. Otherwise, if you do not want to register right now, then click on the Cancel button to return to the HOME page.
[আপনি যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন বা বর্তমানে অন্য কোন কোর্সের ছাত্র বা কর্মী হন, তাহলে নির্দিষ্ট কম্বো বক্সে Yes লিখুন।
আপনি সমস্ত তথ্য সঠিক দিয়েছেন কিনা, তা পরীক্ষা করে নিন। নিশ্চিত হলে Save বাটনে ক্লিক করুন। আপনি যদি এখনি আবেদন করতে না চান, তাহলে Cancel বাটনে ক্লিক করুন ও হোম পেজে (HOME page) ফিরে যান।]
When you click the Save button an alert box will appear to ask if you are sure that you have entered the correct data. If you are sure, click on the OK button. If you are not, click the Cancel button and re-check or update your data if necessary. If you click the OK button, you will get a unique number (Login ID). PLEASE NOTE YOUR LOGIN ID CAREFULLY AND IMMEDIATELY.If you forget or lose your Login ID you will not be able to log in back into the system.
[আপনি যখনি Save বাটনে ক্লিক করবেন,আপনি সব তথ্য সঠিক এন্ট্রি করেছেন কিনা, তা জানতে একটি অ্যালার্ট মেসেজ আসবে। আপনি যদি নিশ্চিত হন, তাহলে OK বাটনে ক্লিক করুন। যদি আপনি নিশ্চিত না হন, তাহলে Cancel বাটনে ক্লিক করে প্রয়োজনীয় পরিবর্তন করুন। আপনি যদি OK বাটনে ক্লিক করেন,তাহলে একটি Login ID পাবেন। দয়া করে আপনার LOGIN IDটি যত্ন সহকারে লিখে রাখুন। আপনি যদি আপনার ID ভুলে যান বা হারিয়ে ফেলেন, তাহলে ভবিষ্যতে এই সিস্টেমে আর লগ-ইন করতে পারবেন না।]
Step 2:
Select the department you wish to apply for. Before applying you can review the eligibility criteria from the link on the top right corner. If you are eligible, click the Apply button.
[এবার আপনি যে কোর্সের জন্য আবেদন করতে চান, সেটি নির্বাচন করুন। আবেদন করার আগে, আপনি চাইলে প্রার্থীর যোগ্যতা সংক্রান্ত তথ্য উপরের লিঙ্কে ক্লিক করে জেনে নিতে পারেন। আপনি যদি যোগ্য হন, তাহলে Apply বাটনে ক্লিক করুন।]
A prompt box will appear asking you to note down your unique Application No for that department. PLEASE NOTE YOUR APPLICATION NO. CAREFULLY AND IMMEDIATELY. After that another prompt box will appear to confirm whether you want to apply for another department. If you want to apply click OK, otherwise click Cancel. If you apply for another department, another APPLICATION NO. will be generated for this department also. PLEASE NOTE IT.
[সেভ করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার Application No. পেয়ে যাবেন। দয়া করে, ভবিষ্যতের জন্য এটি লিখে রাখুন। আপনি যদি একাধিক বিষয়ের জন্য আবেদন করতে চান, তাহলে ব্যাংক চালান প্রিন্ট করার আগেই, Application পেজে ফিরে যান এবং বিষয় নির্বাচন করে আবেদন করুন। এই বিষয়টির জন্য একটি অনন্য Application No তৈরি হবে। এই নম্বরটিও লিখে রাখুন।]
Choose the subject(s) carefully. Because you have to pay ( Rs. 100/- for each subject) for all the departments you apply for.
[সতর্কতার সাথে বিষয় নির্বাচন করুন। কারণ যতগুলি বিষয়ে আপনি আবেদন করবেন প্রতিটি বিষয়ের জন্য ১০০/- টাকা করে দিতে হবে।]
Step 3:
In the Main Page page you will get the link for online payment (Net Banking/ Credit Card/ Debit Card) through SBI I-Collect system.
Now you need to go to the link and pay the Application Fees using Net Banking/ Credit Card/ Debit Card. Now you have to upload the SB Collect Reference No (starting with DU) in this website. Click the Login option of this website, and log into your account using your Application No/ Login ID at any time. In the Acknoledgement and Admit Card page upload your fees deposit details by clicking Insert Fees Details.
On submission of SB Collect Reference No (starting with DU), the Admit card will be generated. Please print the admit card for written admission test.
[Main পেজে আপনি SBI I-Collect সিস্টেমের মাধ্যমে অনলাইন পেমেন্টের (Net Banking/ Credit Card/ Debit Card) লিঙ্ক পেয়ে যাবেন।
এবার ওই লিঙ্কটি খুলে Net Banking/ Credit Card/ Debit Card মাধ্যমে Application Fees জমা করুন। এবার আপনাকে SB Collect Reference (DU দিয়ে শুরু) নম্বরটি আপলোড করতে হবে। এই ওয়েবসাইটের Login অপশনে ক্লিক করুন এবং আপনার Login ID/ Application No ব্যবহার করে লগ-ইন করুন। Acknoledgement and Admit Card পেজে Insert Fees Details-এ ক্লিক করে টাকা জমা দেওয়া সংক্রান্ত তথ্য আপলোড করুন।
টাকা জমা দেওয়া সংক্রান্ত তথ্য সিস্টেমে আপলোড হলেই আপনার Admit card তৈরি হয়ে যাবে। অ্যাডমিশন টেস্টের জন্য এটি প্রিন্ট করে নিন।]

Fill-up the form (personal & academic information)-> Save-> Choose the subject(s) you want to apply for-> Pay the Application Fees Online through Net Banking/ Credit Card/ Debit Card-> Upload the fees deposit details into the system-> Print the admit card (where applicable)

If any candidate wants to fill the form second time, he/she has to enter his/her graduation registration number followed by dup (Ex. If your graduation registration number is 5008456 then you have to enter 5008456dup).



Click here for Online Registration