যাদবপুর বিশ্ববিদ্যালয়
কিভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করার লিঙ্কটি এই ফাইলের শেষে দেওয়া আছে। কিন্তু আবেদন করার আগে এই হেল্প ফাইলটি যত্ন সহকারে পড়ে নিন।
Step 1:
আপনার ব্যাক্তিগত এবং শিক্ষাগত তথ্যগুলি নিচে নথিভুক্ত করুন। লাল অ্যাস্টারিক্সযুক্ত (*) সমস্ত ক্ষেত্রগুলি পূরণ করা বাধ্যতামূলক।আপনি যদি ক্ষেত্রগুলির সঠিক মানে বুঝতে না পারেন তবে মাউসটিকে ঐখানে রাখলে হেল্প টুল দেখতে পাবেন। মাউসটি সরিয়ে নিলে পূর্বের অবস্থা ফিরে পাবেন।আপনার নাম, পদবি ইত্যাদি দিয়ে শুরু করে নিচের শূন্যস্থানগুলি পূরণ করুন।
জন্মের তারিখ প্রদান করার জন্য আপনি ক্যালেন্ডারের সাহায্য নিন। আপনি যদি কোন তারিখের উপর ক্লিক করেন তবে তরিখটি দিন/মাস/বৎসর হিসাবে লেখা হবে। একইভাবে ক্যালেন্ডারের মাস এবং বৎসর এর বিকল্পটিতে ক্লিক করে সঠিক তথ্যটি প্রদান করুন। আপনার আবেদনের ধরণ (FRESHER/ CERTIFICATE/ DEPUTED) নির্বাচন করুন। আপনার পাশ করা শেষ পরীক্ষাটি যদি কোন ডিসটেন্স কোর্সের (distance course) পরীক্ষা হয়, তাহলে এই কম্বো বক্সে "YES" সেট করুন। মাধ্যমিক (বা সমতুল্য) পরীক্ষা থেকে শুরু করে সমস্ত শিক্ষাগত তথ্য এন্ট্রি করুন। আপনার অনার্সের বিষয়টি যদি আপনি 'অনার্স সাবজেক্ট তালিকা'য় না পান, তাহলে হেল্প লাইন নম্বরে (+91-7384130712) যোগাযোগ করুন। যদি আপনার রেজাল্টে শতকরার বদলে গ্রেড পয়েন্ট থাকে, তাহলে আপনার বোর্ড/বিশ্ববিদ্যালয়ের নিময় অনুসারে গ্রেড পয়েন্টটিকে শতকরায় বদলে নিয়ে এন্ট্রি করুন(প্রয়োজনীয় নথি ইন্টারভিউয়ের সময় দাখিল করতে হবে যদি যোগ্য তালিকায় নাম ওঠে)।
আপনি যদি এই (যাদবপুর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র হন বা অন্য কোথাও অন্য কোন কোর্স বর্তমানে করেন বা আপনি যদি চাকুরিরত হন, তাহলে নির্দিষ্ট কম্বো বক্সের মান "Yes" সেট করুন।
সমস্ত তথ্য ঠিকঠাক এন্ট্রি করেছেন কিনা,সে বিষয়ে নিশ্চিত হতে, উইন্ডোর বামদিকের “Preview” বাটনে ক্লিক করুন। নিশ্চিত হলে "Save" বাটনে ক্লিক করুন। আপনি যদি এখনি আবেদন করতে না চান, তাহলে "Cancel" বাটনে ক্লিক করুন ও হোম পেজে (HOME page) ফিরে যান।
আপনি যখনি Save বাটনে ক্লিক করবেন,আপনি সব তথ্য সঠিক এন্ট্রি করেছেন কিনা, তা জানতে একটি অ্যালার্ট ম্যাসেজ আসবে। আপনি যদি নিশ্চিত হন, তাহলে OK বাটনে ক্লিক করুন। যদি আপনি নিশ্চিত না হন, তাহলে Cancel বাটনে ক্লিক করে প্রয়োজনীয় পরিবর্তন করুন। আপনি যদি OK বাটনে ক্লিক করেন,তাহলে একটি অনন্য নম্বর (Application Number) ও স্কোর (আপনার রেজাল্টের ভিত্তিতে) পাবেন। দয়া করে Application Noটি লিখে রাখুন, ভবিষ্যতে লগ-ইন করার জন্য আপনার এটি দরকার লাগবে।
Step 2:
Acknowledgement পেজে আপনি আপনার ব্যাংক চালানটি PDF বা HTML ফরম্যাটে পেয়ে যাবেন, প্রিন্ট করে নিন। রেজিস্ট্রেশন শেষ হবার সাথে সাথেই চালানটি প্রিন্ট করে নিন। যদি আপনার কম্পিউটারে প্রিন্টার না থাকে, তাহলে PDF ফাইলটি CD/ Pen Drive সেভ করে নিন।
এবার State bank of India (SBI)যে কোন শাখায় গিয়ে চালানটি ব্যবহার করে আপনাকে টাকা জমা দিতে হবে। এবার আপনি আপনার Application No. ব্যবহার করে সিস্টেমে লগ্-ইন করুন এবং Acknowledgement পেজে আপনার টাকা জমা দেওয়া সংক্রান্ত তথ্য Insert Fess Details বাটনে ক্লিক করে আপলোড করে দিন।



অনলাইন আবেদনের জন্য এখানে ক্লিক করুন